thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

প্রকৌশলীকে মারধরের অভিযোগে এসআই ক্লোজড

২০১৪ ফেব্রুয়ারি ০১ ১৩:৩৬:৪৫
প্রকৌশলীকে মারধরের অভিযোগে এসআই ক্লোজড

চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরের শাহরাস্তিতে মাদকাসক্ত অবস্থায় প্রকৌশলীকে মারধরের অভিযোগে পুলিশের এক এসআইকে ক্লোজড করা হয়েছে। এএসআই দেলোয়ার হোসেনকে একই জেলার পার্শ্ববর্তী হাজীগঞ্জ থানা পুলিশ শুক্রবার রাতে আটকের পর ক্লোজ করে।

প্রত্যক্ষদর্শী ও ষড়যন্ত্রের শিকার উপজেলা প্রকৌশল অফিসের কার্য সহকারী মজিবুর রহমান অভিযোগ করেন, উপজেলার একটি কালভার্টের কাজ শেষে সন্ধ্যা ৭টায় মোটরসাইকেলে বাসার উদ্দেশে যাচ্ছিলাম। হাজীগঞ্জ বাজারে ব্রিজের আগে জ্যামে পড়লে সাদা পোশাকধারী ওই পুলিশকর্তা মোটরসাইকেলের পেছনে চেপে বসেন। ব্রিজ পার হওয়ার পর গাড়ি থামিয়ে আমার হাতে হ্যান্ডকাপ পরিয়ে রিভলবার দিয়ে মারধর শুরু করেন। এ সময় আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার ও এএসআই দেলোয়ারকে আটক করে।

পরে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে এএসআই দেলোয়ার হোসেনকে মাদকাসক্ত বুঝতে পেরে আটক করে নিয়ে যায়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এএসআই দেলোয়ার শাহরাস্তি থানার অনুমতি ছাড়াই হাজীগঞ্জে এসেছেন। এমনকি এ ব্যাপারে আমাদেরও অবহিত করেননি।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ জানান, এএসআই দেলোয়ার যে শাহরাস্তি থানার বাইরে গেছেন, তা আমার কার্যতালিকায় নেই। থানার অনুমতি ছাড়া তিনি হাজীগঞ্জ গেছেন। রাতেই তাকে হাজীগঞ্জ থানা থেকে নিয়ে আসা হয়েছে। তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে পুলিশ সুপার আমির জাফর নিশ্চিত করেছেন।

এ ছাড়া শাহরাস্তিতে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার অভিযোগে দেলোয়ারকে ইতোমধ্যে বান্দরবানে বদলির আদেশ হয়েছে বলেও থানা সূত্রে জানা গেছে।

(দ্য রিপোর্ট/এমবি/এসএন/শাহ/ফেব্রুয়ারি ১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর