thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ মে 24, ১৮ বৈশাখ ১৪৩১,  ২৩ শাওয়াল 1445

রাবির ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২০১৪ ফেব্রুয়ারি ০১ ১৪:৩৮:৪১
রাবির ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রবিবার থেকে সব ধরনের ক্লাস-পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সব অনুষদের ডিন। শনিবার ক্যাম্পাসে শিক্ষার্থীদের লাগাতার ছাত্র ধর্মঘট চলাকালে শিক্ষকরা এ সিদ্ধান্ত নেন। এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আনসার উদ্দিন।

তিনি বলেন, বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব ভবনে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে আন্দোলন করার কারণে আমরা ভবনে ঢুকতে পারছি না। তাই আমরা শনিবার সব অনুষদের ডিন বৈঠক করে রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সাদেকুল আরেফিন মতিন বলেন, ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার বিষয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। শনিবার বেলা ১টায় সংবাদ সম্মেলনে এ সব বিষয়ে জানানো হবে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এমএএ/এএস/সা/ফেব্রুয়ারি ১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর