thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

‘দশম সংসদ কেরামতিতে ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে’

২০১৪ ফেব্রুয়ারি ০১ ১৫:০৬:৫৮
‘দশম সংসদ কেরামতিতে ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : গণফোরাম সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘কী সুন্দর একটি নির্বাচন হল! ১৫৩ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেলেন। দশম জাতীয় সংসদ কেরামতিতে অল মোস্ট ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে।’

রাজধানীর আরামবাগ গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার দুপুরে কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় এ সব কথা বলেন তিনি।

ড. কামাল হোসেন বলেন, ‘নির্বাচনে কী কেরামতিই না হল। আমার তো মনে হয়, অধিবেশনের প্রথম দিন সংসদ সদস্যদের হাত তুলে দোয়া করা উচিত ছিল।’

তিনি বলেন, ‘এই নির্বাচন নিয়ে গর্ব করা যায় না। সত্যিকারের অবাধ সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। দেশের ৯০ ভাগ মানুষ এই নির্বাচনের বাইরে ছিল। তারা ভোট দিতে যায়নি। তাই আরেকটি নির্বাচন অপরিহার্য।’

স্থানীয় সরকার নির্বাচন প্রশ্নবিদ্ধ উল্লেখ করে কামাল হোসেন বলেন, ‘এমন জাতীয় নির্বাচনের কারণে আজ স্থানীয় সরকার নির্বাচন প্রশ্নবিদ্ধ। জনগণের মনে আজ প্রশ্ন এই নির্বাচনে কী হবে। এই নির্বানের মাধ্যমে সংকট নিরসন হয়নি। এই নির্বাচনের মাধ্যমে সংকট আরও গুরুতর হয়েছে।’

সরকারকে দলীয়করণ বন্ধের দাবি জানিয়ে ড. কামাল বলেন, ‘দলীয়করণের মধ্য দিয়ে গণতন্ত্র আসে না। আজ বিচার বিভাগ, প্রশাসন থেকে শুরু করে সরকারে সব সেক্টর দলীয়করণের খপ্পরে। পুলিশ কোনো দলের বাহিনী নয়, হতে পারে না। পুলিশকে দলীয় কাজে ব্যবহার দেশের জন্য অভিশাপ হবে। এই দলীয়করণ অবিলম্বে বন্ধ করতে হবে।’

সরকারি দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ক্ষমতায় এসেছেন, সরকার গঠন করেছেন। বিরোধী দলও পেয়েছেন মন মত। তারা আপনদের বিরোধিতা করবে না বরং সহযোগিতা করবে। এবার অন্তত বলতে পারবেন না, বিরোধী দল সহযোগিতা করেনি বলে কাজ করা সম্ভব হয়নি।’

বৈঠকে উপস্থিত ছিলেন- গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, মফিজুল হক কামাল, রফিকুল ইসলাম পথিক প্রমুখ।

(দ্য রিপোর্ট/সাআ/এনডিএস/আরকে/ফেব্রুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর