thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

‘জামায়াত-শিবির নিষিদ্ধ করুন’

২০১৪ ফেব্রুয়ারি ০১ ১৫:৫১:৩৮
‘জামায়াত-শিবির নিষিদ্ধ করুন’

মতিনুজ্জামান মিটু, দ্য রিপোর্ট : বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ও ঐক্যবদ্ধ নারী সমাজের আহ্বায়ক অ্যাডভোকেট তারানা হালিম জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।

কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে শনিবার সকাল সাড়ে ১১টায় ঐক্যবদ্ধ নারী সমাজ আয়োজিত এক প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি।

তারানা হালিম বলেন, চাপাইনবাবগঞ্জে আওয়ামী লীগকর্মী নুরজাহানের ওপর নির্যাতন ও স্তন কেটে নেওয়া এবং হিন্দু নারী ধর্ষণের সঙ্গে জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

এ সব ঘটনার সঙ্গে ছাত্রদল ও জামায়াত-শিবির কর্মীদের জড়িত থাকার বর্ণনা দিয়ে তারানা হালিম বলেন, দেশের নারী সমাজ সহিংস এই ঘটনা কোনো অবস্থাতেই মেনে নিতে পারেনা। রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে আজ নারী সমাজ ঐক্যবদ্ধ।

সভায় বক্তব্য দেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, মহিলা নেত্রী আয়েশা খাতুন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. এনামুল হক।

সভায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নারীদেরকে সহিসংতা বন্ধের দাবিতে ২ ফেব্রুয়ারি রবিবার সকাল ১১টায় শহীদ মিনারের সমাবেশে সংহতি জানাতে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

(দ্য রিপোর্ট/এম/এসবি/আরকে/ফেব্রুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর