thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

‘জনগণের সেবা দিতে না পারলে দায়িত্ব ছেড়ে দিন’

২০১৪ ফেব্রুয়ারি ০১ ১৭:৩০:৪৩
‘জনগণের সেবা দিতে না পারলে দায়িত্ব ছেড়ে দিন’

সিরাজগঞ্জ সংবাদদাতা : ডাক্তারদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ডাক্তাররা গ্রামে যেতে চান না। তারা শহরে আর ঢাকায় থাকতে পছন্দ করেন। জনগণের সেবা দিতে না পারলে দায়িত্ব ছেড়ে দিন। সরকারি হাসপাতালগুলোতে দুর্নীতি বন্ধ করতে হবে বলে জানান তিনি।

সিরাজগঞ্জ সদর হাসপাতালকে ১০০ থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে শনিবার দুপুরে এ কথা বলেন তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, চিকিৎসা পাওয়া জনগণের অধিকার, সে অধিকার সংবিধানে দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জনগণের দেওয়া দায়িত্ব পালনে আওয়ামী লীগ সরকার কাজ করে যাবে।

তিনি বলেন, জোর করে ক্ষমতায় থাকা যায় না। জনগণের দোয়া আর মানুষের কাজ করে পাঁচ বছর ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ সরকার।

আওয়ামী লীগ এই নেতা বলেন, যারা বলেছিল, দেশে কোনো নির্বাচন হবে না, তারা ব্যর্থ হয়েছে। ইতোমধ্যে বিদেশি বন্ধুরা সরকারের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সিরাজগঞ্জ সিভিল সার্জন মাইন উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এস এম নিয়াজউদ্দিন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. খন্দকার সিফায়েত উল্লাহ, স্বাস্থ্য বিভাগের পরিচালক (প্রশাসন) ডা. শাহ নেওয়াজ, উপ-পরিচালক ডা. রুহুল ফুরকান, জনসংযোগ কর্মকর্তা আকাম আলী, রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. আব্দুল হক, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার এমরান হোসেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান প্রমুখ।

(দ্য রিপোর্ট/আরএ/এসবি/সা/ফেব্রুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর