thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

‘আওয়ামী লীগের বিদেশি প্রভু নেই’

২০১৪ ফেব্রুয়ারি ০১ ১৭:৩৯:৪৭
‘আওয়ামী লীগের বিদেশি প্রভু নেই’

শেরপুর সংবাদদাতা : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের বন্ধু আছে, বিদেশি প্রভু নেই।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে শনিবার সকালে গরীব দুস্থ অসহায়দের মাঝে অনুদানের চেক ও কম্বল বিতরণের সময় এ সব কথা বলেন তিনি।

বিরোধী দলকে উদ্দেশ করে মতিয়া চৌধুরী বলেন, আপনারা যারা বিদেশি প্রভু বানিয়েছেন তারা এখন আর নেই। আপনারা নির্বাচন বন্ধ করার চেষ্টা করেছিলেন, সে নিবার্চনও ঠেকাতে পারেননি।

তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া সারাদেশে ধ্বংসাত্মক কার্যকলাপের নিদের্শ দিয়েছেন। অবরোধের নামে মানুষের জীবনে অশান্তি ডেকে এনেছেন। এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। এর জবাবদিহিতা করতে হবে।

জেলা প্রশাসক জাকির হোসেনের সভাপতিত্বে অন্যান্যেদের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হাউজিং বিল্ডিং ফাইনান্সের এমডি নূরল আলম তালুকদার, উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহবুবা আইরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম উকিল ও সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু।

(দ্য রিপোর্ট/এসএম/এসবি/সা/ফেব্রুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর