thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

‘এখন অভাবে শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ হয় না’

২০১৪ ফেব্রুয়ারি ০১ ১৭:৫৮:২৩
‘এখন অভাবে শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ হয় না’

পাবনা সংবাদদাতা : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করেছে। এখন আর টাকা-পয়সার অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয় না।

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে শনিবার দুপুরে ঢাকাস্থ পাবনা সমিতির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ভূমিমন্ত্রী শামসুর রহমান বলেন, সরকার নারীদের অবৈতনিক শিক্ষার সুযোগ সৃষ্টি করেছে। মেয়েদের শিক্ষায় উৎসাহিত করতে উপবৃত্তি চালু করা হয়েছে।

ঢাকাস্থ পাবনা সমিতির সভাপতি প্রকৌশলী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স, এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ড. নাহিদ মো. শামসুল হুদা, পাবনা সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাহাদত হোসেন। প্রেস ক্লাব সভাপতি প্রফেসর শিবজিত নাগ, মুক্তিযোদ্ধা বেবী ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে পাবনার ২৫০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ২ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/এসআর/এসবি/এনআই/ফেব্রুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর