thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

উত্তরায় পিকআপের ধাক্কায় শিশু নিহত

২০১৪ ফেব্রুয়ারি ০১ ১৮:৫৪:০৩
উত্তরায় পিকআপের ধাক্কায় শিশু নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর উত্তরায় পিকআপের ধাক্কায় ৪ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

উত্তরার ১১ নং সেক্টরের পুরাতন ট্রাকস্ট্যান্ডের সামনের রাস্তায় শনিবার বিকেল সাড়ে ৪টায় পিকআপের ধাক্কায় আহত হয় তানজিলা আক্তার তাসলিমা। গুরুতর আহত অবস্থায় শিশুটির বাবা সাইদুল ইসলাম তাকে উত্তরায় অবস্থিত বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়। ঢামেকের জরুরি বিভাগে ভর্তির পর সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেকের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট থানায় এ ব্যাপারে জানানো হয়েছে।

নিহতের বাবা জানান, তাসলিমার মা লাইজু বেগম ঘরে কাজ করতে ছিল। এ সময় সে খেলতে খেলতে রাস্তার উপর চলে যায়। তখন এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিবার পুরাতন ট্রাকস্ট্যান্ডের কাছেই থাকে। তাদের গ্রামের বাড়ি জামালপুর সদরে।

(দ্য রিপোর্ট/এসআর/এসকে/আরকে/ফেব্রুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর