thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

জেলহত্যা দিবসের জনসভায় নির্বাচনী হাওয়া

২০১৩ নভেম্বর ০৩ ১৭:২৭:২৮
জেলহত্যা দিবসের জনসভায় নির্বাচনী হাওয়া

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : জেলহত্যা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে রবিবারের আওয়ামী লীগের জনসভা নির্বাচনী জনসভায় পরিনত হয়। নৌকার প্রতিকৃতিতে ছেয়ে যায় পুরো জনসভাস্থল। নেতা-কর্মীরা ‘নৌকা-নৌকা’ স্লোগানে মুখরিত করে তোলে।

এর আগে সকাল থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আওয়ামী লীগ, ছাত্র লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগসহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীকে স্লোগান দিয়ে সোহরাওয়ার্দী্ উদ্যানে যেতে দেখা যায়। ছাত্র, বৃদ্ধ, যুবক, মুক্তিযোদ্ধাসহ সকল শ্রেণীর লোকের জমায়েতে সমাবেশস্থল ভরে ওঠে। এ সময় তাদের হাতে ছিল আওয়ামী লীগের নৌকা প্রতিকৃতি ও মুখে ছিল, ‘শেখ হাসিনা সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন স্লোগান’। এ ছাড়া তাদেরকে ‘নৌকা-নৌকা’ স্লোগানে উল্লাস করতে করতে সেখানে পৌঁছাতে দেখা যায়।

উল্লেখ্য, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্মাদক মাহবুবুল আমল হানিফ শনিবার সোহরাওয়াদী উদ্যানের মঞ্চ পরিদর্শন করতে এসে বলেছিলেন, ‘জেল হত্যা দিবসের স্মরণ সভা, নির্বাচনী জনসভায় রূপ নেবে।’

(দিরিপোর্ট২৪/এসআর/আইজেকে/এমডি/নভেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর