thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

জামায়াতকে তালাক দিন : শাজাহান

২০১৪ ফেব্রুয়ারি ০১ ১৯:৪৫:১১
জামায়াতকে তালাক দিন : শাজাহান

সিলেট অফিস : জামায়াতকে তালাক দিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসতে বিএনপিকে আহ্বান জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। সিলেট নগরীর রিকাবীবাজার সংলগ্ন কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ এবং সিলেট ও সুনামগঞ্জের মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে শনিবার দুপুরে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘জামায়াতকে তালাক দেন। আলোচনা হবে। সন্ত্রাসীদের সঙ্গে রেখে আলোচনা হবে না।’

এ সময় বিএনপি নেত্রী খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার পক্ষে ছিলেন না বলেও মন্তব্য করেন তিনি।

শাজাহান খান বলেন, ‘দেশের একভাগ মুক্তিযুদ্ধের পক্ষে আর অন্যভাগ মুক্তিযুদ্ধের বিপক্ষে। এখন আমাদের দায়িত্ব মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে বিপক্ষের শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানও।’

দশ ট্রাক অস্ত্র মামলার রায় প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘হরতাল দিয়ে দশ ট্রাক অস্ত্র মামলার আসামিদের রক্ষা করা যাবে না। তাদের বিচার হবেই।’

মন্ত্রী জানান, জামায়াত এ পর্যন্ত ৫৫ জন গাড়িচালক, ১৪ জন পুলিশ ও দুজন বিজিবি সদস্যকে হত্যা করেছে। বিচারপতির বাসভবনেও তারা হামলা চালিয়েছে।

এদিকে অনুষ্ঠানের শুরুতে বিশেষ অতিথি হিসেবে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কাউন্সিলের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মুর্শেদ খানকে মঞ্চে আসন গ্রহণের আহ্বান জানালে মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। মুক্তিযোদ্ধারা দাঁড়িয়ে ‘না-না, হেলাল মুর্শেদ না’ স্লোগান দেন। পরিস্থিতি শান্ত করতে অনুষ্ঠানের সঞ্চালক হিমশিম খেলে এক পর্যায়ে মাইক্রোফোনের সামনে এসে দাঁড়ান নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

সিলেটে জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, মুক্তিযোদ্ধা মেজর ওয়াকার হাসান, কবির খান, ইসমত কাদির গামা, আবদুল মতিন, আবদুল মালেক প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমজেএইচ/এসকে/সা/ফেব্রুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর