thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

বিজিবি’র ব্যবস্থাপনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

২০১৪ ফেব্রুয়ারি ০১ ২০:১৬:১৪

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশব্যাপী চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচির অংশ হিসেবে বিজিবি পরিবারের শিশুদের টিকা প্রদান চলছে। এই টিকা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে বর্ডার গার্ড হাসপাতালের ব্যবস্থাপনা টিকাদান ক্যাম্পেইন চালু করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মহাসিন রেজা স্বাক্ষরিত পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল সাড়ে ১০টায় বিজিবি সদর দফতর, পিলখানাস্থ মাতৃমঙ্গল ও শিশু কল্যাণ কেন্দ্রে শিশুদের টিকা প্রদানের মাধ্যমে বিজিবিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিজিবি মহাপরিচালকের স্ত্রী ও সীমান্ত পরিবার কল্যাণ সমিতি’র (সীপকস) প্রধান পৃষ্ঠপোষক বেগম দিলশাদ নাহার আজিজ।

এ সময় বিজিবির উর্ধতন কর্মকর্তা, বর্ডার গার্ড হাসপাতালের চিকিৎসকবৃন্দ ও বিজিবি পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। ১ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত পিলখানাস্থ বিজিবি’র মাতৃমঙ্গল ও শিশু কল্যাণ কেন্দ্রসহ বর্ডার হাসপাতাল এবং বিজিবি’র স্থাপনাসমূহের টিকাদান কেন্দ্রেও টিকাদান কর্মসূচি চলবে।

(দ্য রিপোর্ট/এনইউডি/জেএম/সা/ফেব্রুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর