thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

আরও এক মুসল্লির মৃত্যু

২০১৪ ফেব্রুয়ারি ০১ ২১:৪২:৪৫

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আসা সোলেমান আলী (৬৫) নামে এক মুসল্লি অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তার বাড়ি নওগাঁ জেলার মাণ্ডা থানার কয়াপাড়া গ্রামে।

ঢামেকের কর্তব্যরত চিকিৎসক শনিবার রাত সাড়ে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন। ঢামেকের কর্তব্যরত চিকিৎসক ডা. রুবিনা দ্য রিপোর্টকে জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।

সোলেমানের ভাতিজা নুরুল ইসলাম দ্য রিপোর্টকে জানায়, ‘বুধবার রাতে ১৪ জন মুসল্লিসহআমরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের জন্য ইজতেমা মাঠে আসি। চাচা সোলেমান আলী শনিবার সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে মাঠের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেয়। পরে সরকারি অ্যাম্বুলেন্সযোগে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মারা যান।

(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/জেএম/জামান/ফেব্রুয়ারি ২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

ধর্ম এর সর্বশেষ খবর

ধর্ম - এর সব খবর