thereport24.com
ঢাকা, সোমবার, ২০ মে 24, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১২ জিলকদ  1445

১৯ দলের প্রতিবাদ সমাবেশ সোমবার

বোধোদয় হলো বিএনপির

২০১৪ ফেব্রুয়ারি ০১ ২২:৩০:৪১
বোধোদয় হলো বিএনপির

দ্য রিপোর্ট প্রতিবেদক : রবিবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত সত্ত্বেও বিএনপি বলে আসছিল সঠিক সময়েই প্রতিবাদ সমাবেশ করা হবে। তবে শেষ পর্যন্ত বোধোদয় হয়েছে বিএনপির। আখেরি মোনাজাতের কারণে ফের পেছানো হলো ১৯ দলীয় জোটের প্রতিবাদ সমাবেশ।

শনিবার রাত ১০টার দিকে বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি দ্য রিপোর্টকে বলেন, ‘বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের কারণে ১৯ দলীয় জোটের প্রতিবাদ সমাবেশ পেছানো হয়েছে।’

সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ২টায় ১৯ দলের সমাবেশ শুরু হবে বলে জানান জনি।

এর আগে বিকেলে দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রবিবারই প্রতিবাদ সমাবেশ করবে বলে ঘোষাণা দেন। এ নিয়ে দলটি দুই দফায় সমাবেশের সময় পরির্বতন করল।

বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানের কারণে এক দফা পেছানো হয় সমাবেশ। দ্বিতীয় দফায় পেছাল ইজতেমার আখেরি মোনাজাতের কারণে। তবে এর আগে রবিবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত থাকায় বিএনপির কর্মসূচি দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি দ্য রিপোর্টকে জানান, দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত হবে সকাল ১১টায়, কিন্তু সমাবেশ হবে বিকেল ৩টায়। তাই আশা করি কোনো সমস্যা হবে না।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৯ জানুয়ারি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এমএইচ/জেএম/শাহ/ফেব্রুয়ারি ২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর