thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

১৩ দিন পর কবর থেকে মৃতদেহ উত্তোলন

২০১৪ ফেব্রুয়ারি ০১ ২৩:৫২:২০
১৩ দিন পর কবর থেকে মৃতদেহ উত্তোলন

বরিশাল সংবাদদাতা : জেলার বাকেরগঞ্জের বড় রঘুনাথপুর গ্রামে মৃত্যুর ১৩ দিন পর কবর থেকে কৃষক শাহজাহান জোমাদ্দারের (৫৮) মৃতদেহ তোলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা মো. মোজাহিদুল ইসলাম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আলাউদ্দিনের উপস্থিতিতে শনিবার সকাল ১১টায় কবর থেকে তার মৃতদেহ তোলা হয়।

মামলার বাদী মৃতের ছেলে আ. মালেক জোমাদ্দার দ্য রিপোর্টকে জানান, তার বাবা শাহজাহান জোমাদ্দার ১৮ জানুয়ারি ফকু খানের বাড়ির পশ্চিম পাশে তার নিজ জমিতে মরিচ ক্ষেতে কাজ করছিলেন। এ সময় একই গ্রামের আবুল জোমাদ্দার ও শহিদুল ইসলামসহ কয়েকজন পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। পরদিন ১৯ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় জানাজা নামাজ শেষে মৃতদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুর চারদিন পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।

২৫ জানুয়ারি ১৩ জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আলাউদ্দিন দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের নির্দেশে কবর থেকে মৃতদেহ তোলা শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/বিএস/এমএইচও/এমএআর/জামান/ফেব্রুয়ারি ২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর