thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

রাবির এসএম হলের সামনে ককটেল বিস্ফোরণ

২০১৪ ফেব্রুয়ারি ০১ ২৩:৫৩:২৪
রাবির এসএম হলের সামনে ককটেল বিস্ফোরণ

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাহ মখদুম হলের গেটের সামনে শনিবার রাত সাড়ে ৯টার দিকে পর পর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

হলের শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন খাতে বর্ধিত ফি ও সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স বন্ধের দাবিতে চলমান আন্দোলনের কয়েকজন সংগঠক শাহ মখদুম হলে শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এ সময় হঠাৎ হলগেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা যায়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা কেউ বলতে পারেননি।

রাবিতে বর্ধিত ফি ও সান্ধ্যকালীন কোর্স বাতিলের দাবিতে চলমান আন্দোলনকারীদের একজন জানান, তারা ওই হলের গেস্টরুমে শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলন নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় এ ঘটনা ঘটে। তাদের চলমান আন্দোলন ভিন্নখাতে নিয়ে যাওয়ার জন্য কোনো একটি মহল পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সারওয়ার জাহান সজল এ ব্যাপারে বলেন, ‘যারা নাশকতা সৃষ্টি করে ফায়দা হাসিল করতে চায়, তারাই এ ঘটনা ঘটিয়েছে।’

(দ্য রিপোর্ট/এমএএ/এমএআর/জামান/ফেব্রুয়ারি ২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর