thereport24.com
ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৪ শাবান 1446

ইজতেমায় আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

২০১৪ ফেব্রুয়ারি ০২ ০২:২৩:৫৩
ইজতেমায় আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ময়মনসিংহ সংবাদদাতা : বিশ্ব ইজতেমায় আসার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার আমতলীতে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শনিবার রাত পৌনে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা সবাই লেগুনার যাত্রী। তারা ত্রিশাল থেকে টঙ্গীর বিশ্ব ইজতেমায় যাচ্ছিলেন।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- ত্রিশাল উপজেলার মো. আব্দুস সালাম (৫০), লিটন মিয়া (৩২) ও মো. হেলাল (৩২)।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মোতালেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভালুকা শিল্পাঞ্চলের গার্মেন্টসকর্মীদের নিয়ে বাসটি ত্রিশাল আসার পথে ওই স্থানে ইজতেমাগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন, আহত হন ২২ জন। স্থানীয়রা তাদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে আরও দুজন মারা যান।

দুর্ঘটনায় লেগুনাটি দুমড়েমুচড়ে যায়।

(দ্য রিপোর্ট/এমআর/এমএআর/এএল/জামান/ফেব্রুয়ারি ২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর