thereport24.com
ঢাকা, সোমবার, ২০ মে 24, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১২ জিলকদ  1445

‘যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপির আন্দোলন’

২০১৪ ফেব্রুয়ারি ০২ ০৩:০৪:৩০
‘যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপির আন্দোলন’

মৌলভীবাজার সংবাদদাতা : নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘যুদ্ধাপরাধের দায়ে যাদের ফাঁসির রায় হয়েছে বিএনপি আন্দোলন করে তাদের বাঁচাতে চায়। তাই যারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে চেষ্টা করছে তাদেরও একদিন বিচার করা হবে।’

মৌলভীবাজার শহরের বেরিরপাড় মিনিবাস স্ট্যান্ডে শনিবার রাত ৯টায় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সারাদেশে সম্প্রতি ৫৫ চালক-হেলপার, ১৪ পুলিশ ও দুজন বিজিবি সদস্যকে হত্যা করেছে। মানুষ হত্যা করা, ধর্ষণ করা, মন্দির, গির্জা, প্যাগোডা ভাঙ্গা গণতন্ত্র নয়। মসজিদের জায়নামাজে আগুন দেওয়াও গণতন্ত্র নয়।’

সাবেক মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান একলিমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আ ক ম মোজাম্মেল হক এমপি, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক মিয়া এমপি এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওসমান আলী।

(দ্য রিপোর্ট/টিএফ/এএইচএ/এমএআর/এএল/ফেব্রুয়ারি ০২, ২০১৪)

তমাল ফেরদৌস , মৌলভীবাজার

মোবাইল : ০১৬৮২১৮৭৭২২, ০১৭৩১৭৭৩০৮৭

ফেব্রুয়ারি ০১, ২০১৪

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর