thereport24.com
ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৪ শাবান 1446

কালীগঞ্জে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

২০১৪ ফেব্রুয়ারি ০২ ০৩:১৩:১২
কালীগঞ্জে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

গাজীপুর সংবাদদাতা : জেলার কালীগঞ্জ উপজেলার মনসুরপুর গ্রামের মনসাতলা পুকুর থেকে শনিবার দুপুরে কৃষ্ণ চন্দ্র দাস (৪০) নামের এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

কৃষ্ণ চন্দ্র দাস মনসুরপুর গ্রামের ধনাঢ্য ব্যবসায়ী গৌরাঙ্গ চন্দ্র দাসের দ্বিতীয় ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে কৃষ্ণসহ ৫/৬ জন মনসাতলা পুকুর ঘাটে বসে মদ পান করে। তারা সে সময় অকথ্য ভাষায় গালিগালাজ করে। শনিবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএমএফ/এমএইচও/এমএআর/এএল/ফেব্রুয়ারি ০২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর