thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

‘গণগ্রেফতারে আন্দোলন বাধাগ্রস্ত হবে না’

২০১৪ ফেব্রুয়ারি ০২ ০৩:৪৭:৫৩
‘গণগ্রেফতারে আন্দোলন বাধাগ্রস্ত হবে না’

বগুড়া সংবাদদাতা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেছেন, ‘মিথ্যা মামলা ও গণগ্রেফতার করে বিএনপির চলমান আন্দোলন বাধাগ্রস্ত করা যাবে না।’

বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান গ্রামে শনিবার সকালে নির্বাচন পরবর্তী সহিংসতার স্থান পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। এ সময় তার হাতে সহিংস ঘটনায় দায়ের করা মামলার নথিপত্র তুলে দেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলাল।

জমির উদ্দিন সরকার বলেন, সাম্প্রতিক সময়ে যে সব মিথ্যা মামলা হয়েছে দলের পক্ষ থেকে ওই সব মামলায় আইনি সহায়তা দেওয়া হবে। বিএনপি সব সময় জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

এ সময় অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, খোরশেদ আলম, কৃষিবিদ কেনেডি, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামসহ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে জমির উদ্দিন ও অতিথিরা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দাদা মরহুম কামাল উদ্দিন পন্ডিতের কবর জিয়ারত করেন।

(দ্য রিপোর্ট/এএইচ/এমএআর/এএল/ফেব্রুয়ারি ০২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর