thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

‘সড়ক দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’

২০১৪ ফেব্রুয়ারি ০২ ০৪:৪৫:৪৯
‘সড়ক দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’

কক্সবাজার প্রতিনিধি : যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অবৈধভাবে সড়ক দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। যারা সড়কে হাট-বাজার বসিয়ে যানজট সৃষ্টি করছে তাদের দমনে উদ্যোগ নেওয়া হচ্ছে।’ মন্ত্রী শনিবার বিকেলে কক্সবাজারের উখিয়া অংশে মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান। তিনি আরও বলেন, ক্ষমতায় আসার পর সরকার পাঁচটি স্বপ্নের প্রকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে। এগুলো হলো- পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেস ও মেরিন ড্রাইভ সড়ক।

‘এ প্রকল্পগুলো নিদারুণ অবহেলার শিকার’ উল্লেখ করে মন্ত্রী বলেন, এ সব প্রকল্প বাস্তাবায়ন হলে দেশের জাতীয় আয়ের উল্লেখযোগ্য একটি অংশ এখান থেকে অর্জন করা সম্ভব। এ সময় ব্রিগেডিয়ার জেনারেল ওয়াহাব, মেজর জেনারেল আব্দুল কাদির, ৬৫ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মঈন, কক্সবাজার জেলা প্রশাসক মো. রুহুল আমিন, ১৭ ইসিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার মো. আজাদ মিয়া, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ কে এম নুর-ই আলম প্রমুখ উপস্থিত ছিলেন। ১৯৯৪ সাল থেকে শুরু হওয়া কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত ৮০ কি. মি. মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের কাজ ১৯৯৮ সাল থেকে সেনাবহিনীকে দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/এসএএম/এমএআর/এএল/ফেব্রুয়ারি ০২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর