thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

উপজেলা নির্বাচন

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

২০১৪ ফেব্রুয়ারি ০২ ০৯:২২:৫০
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

দ্য রিপোর্ট প্রতিবেদক : দ্বিতীয় দফায় উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ রবিবার। ঘোষিত তফসিল অনুযায়ী সংশ্লিষ্ট উপজেলা রিটার্নিং অফিসারদের কাছে মনোনয়নপত্র দাখিল করতে হবে। ৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ১১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ২৭ ফেব্রুয়ারি নির্ধারিত ১১৭টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সারাদেশে ৪৮৭টি উপজেলায় পর্যায়ক্রমে ছয় দফায় এই নির্বাচন করা হবে।

সারাদেশে যে ১১৭টি উপজেলায় নির্বাচনে অংশগ্রহকারী প্রার্থীদের রবিবার মনোনয়নপত্র দাখিল করতে হবে সেগুলো হলো- পঞ্চগড় জেলার তেঁতুলিয়া; ঠাকুরগাঁও জেলার বালিয়াডাংগি ও রাণীশংকৈল; দিনাজপুর জেলার ঘোড়াঘাট, চিরিরবন্দর, বিরামপুর ও বীরগঞ্জ; নীলফামারী জেলার কিশোরগঞ্জ; লালমনিরহাট জেলার পাটগ্রাম, সদর ও হাতীবান্দা; রংপুর জেলার বদরগঞ্জ; কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী, রাজারহাট ও রাজিবপুর; গাইবান্ধা জেলার পলাশবাড়ী; জয়পুরহাট জেলার ক্ষেতলাল, কালাই ও সদর; বগুড়া জেলার কাহালু, শিবগঞ্জ, আদমদীঘি ও শাজাহানপুর; চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর; নওগাঁ জেলার আত্রাই, নিয়ামতপুর, পত্নীতলা, বদলগাছী, সদর ও সাপাহার; রাজশাহী জেলার বাঘা; নাটোর জেলার বাগাতিপাড়া, গুরুদাসপুর, লালপুর ও সদর; সিরাজগঞ্জ জেলার তাড়াশ; পাবনা জেলার চাটমোহর ও ভাংগুড়া; মেহেরপুর জেলার গাংনী ও মুজিবনগ; কুষ্টিয়া জেলার কুমারখালী, খোকসা ও মিরপুর; যশোর জেলার চৌগাছা, ঝিকরগাছা, বাঘারপাড়া ও শার্শা; মাগুরা জেলার মহাম্মদপুর ও শালিখা; বাগেরহাট জেলার কচুয়া ও ফকিরহাট; খুলনা জেলার ডুমুরিয়া; সাতক্ষীরা জেলার শ্যামনগর; ভোলা জেলার চরফ্যাশন ও বোরহানউদ্দিন; বরিশাল জেলার সদর; পিরোজপুর জেলার কাউখালী ও নাজিরপুর; টাঙ্গাইল জেলার সখীপুর; জামালপুর জেলার ইসলামপুর, বকশিগঞ্জ ও মেলান্দহ; শেরপুর জেলার ঝিনাইগাতি; ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ, ভালুকা ও সদর; নেত্রকোনা জেলার কলমাকান্দা, খালিয়াজুরী, পূর্বধলা ও বারহাট্টা; মানিকগঞ্জ জেলার সদর ও হরিরামপুর; মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর ও সদর; ঢাকা জেলার কেরানীগঞ্জ ও সাভার; নরসিংদী জেলার শিবপুর; ফরিদপুর জেলার নগরকান্দা, বোয়ালমারী ও সালথা; গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া ও সদর; মাদারীপুর জেলার রাজৈর ও শিবচর; সুনামগঞ্জ জেলার দিরাই ও সদর; সিলেট জেলার বালাগঞ্জ; হবিগঞ্জ জেলার চুনারুঘাট; ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল; কুমিল্লা জেলার দেবীদ্বার, মনোহরগঞ্জ ও লাকসাম; চাঁদপুর জেলার ফরিদগঞ্জ, মতলব (উ:), মতলব (দ:) ও সদর; ফেনী জেলার হাইমচর, পরশুরাম ও সদর; নোয়াখালী জেলার কবিরহাট, কোম্পানীগঞ্জ, চাটখিল, সদর ও সোনাইমুড়ী; চট্টগ্রাম জেলার পটিয়া ও লোহাগাড়া; কক্সবাজার জেলার মহেশখালী, চকরিয়া ও পেকুয়া; খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি; রাঙ্গামাটি জেলার কাপ্তাই ও নানিয়ারচর; বান্দরবান জেলার থানচি, রুমা, রোয়াংছড়ি ও লামা।

এ নির্বাচনে সংশ্লিষ্ট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।

(দ্য রিপোর্ট/এমএস/জেএম/সা/এমডি/জামান/ফেব্রুয়ারি ২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর