thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

শেষ সময় পর্যন্ত অপেক্ষা করা হবে : সিইসি

২০১৩ নভেম্বর ০৩ ১৮:৩১:৪৩
শেষ সময় পর্যন্ত অপেক্ষা করা হবে : সিইসি

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ বলেছেন, আগামী ১০ম সংসদ নির্বাচন অনুষ্ঠানে তফসিল দেয়ার ক্ষেত্রে রাজনৈতিক সমঝোতার জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করা হবে।

তিনি বলেন, শনিবার জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলেও আমরা (কমিশন) রায়ের কপি না পাওয়া পর্যন্ত কোন সিদ্ধান্ত নেব না।

এছাড়াও সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়া প্রস্তাবনা রবিবার ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সব শ্রেণী পেশার মানুষ আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে মতামত দিতে পারবেন।

রবিবার নির্বাচন কমিশনের (ইসি) সম্মেলন কক্ষে কমিশনের সভার পর নিজ দফতরে যাওয়ার আগে প্রধান নির্বাচন কমিশনার এসব তথ্য জানান।

সিইসি বলেন, রাজনৈতিক সমঝোতার জন্য সমস্ত দেশের মানুষ উন্মুখ হয়ে আছে। সব দলের অংশগ্রহণের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটা নির্বাচন করতে চাই। অন্যরাও এটাই চায়। আশা করছি, সমঝোতা হবে। এর জন্য শীর্ষপর্যায়ে উদ্যোগ নেয়া হয়েছে।

রাজনৈতিক সমঝোতা হলে প্রস্তাবিত আচরণবিধির খসড়াতে পরিবর্তন আনা হবে কিনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা এখনো এটি চূড়ান্ত করিনি। যদি কোন সমঝোতা হয়, তাহলে আমরা সে অনুযায়ী আচরনবিধিতে পরিবর্তন আনব।

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, জামায়াতে ইসলামীর রায়ের পূর্ণাঙ্গ কপি ইসিতে আসার পর এ ব্যাপারে মন্তব্য করা হবে। এটি আমরা আগেও বলেছিলাম। এখনো বলছি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মাঠ পর্যায়ের পুরো প্রতিবেদন কমিশনে এসেছে। এগুলো আমরা পর্যবেক্ষণ করবো। তারপর দলটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান সিইসি।

(দিরিপোর্ট২৪/এমএস/এআইএম/এমডি/নভেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর