thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

‘আমরা অনেক কিছু করতে পারিনি, ব্যর্থতা আমাদের’

২০১৪ ফেব্রুয়ারি ০২ ১৩:১৪:১৬
‘আমরা অনেক কিছু করতে পারিনি, ব্যর্থতা আমাদের’

দ্য রিপোর্ট প্রতিবেদক : যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘আমরা অনেক কিছু করতে পারিনি, সেই ব্যর্থতা আমাদের। কমান্ডার হিসেবে খালেদা জিয়া সঠিক আছেন। কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করেতে পারিনি। এর দায় আমাদের।’

তিনি বলেন, দীর্ঘদিন পর আমি স্বশরীরে উপস্থিত হয়েছি। আগামীকাল একটি মামলার শুনানি আছে। এরপরও খুব কষ্ট করে এখানে এসেছি।

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে রবিবার দুপুরে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল রাজবন্দির মুক্তির দাবিতে জাতীয়তাবাদী যুবদল এ সমাবেশের আয়োজন করে।

তিনি আরো বলেন, ‘৫ জানুয়ারির পর থেকে যতগুলো খুন হয়েছে, প্রতিটি খুনের নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার হাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব।’

যুবদলসহ বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা করা হয়েছে উল্লেখ করে আলাল বলেন, ‘নেতাকর্মীদের বাড়িতে হামরার দায়-দায়িত্ব শেখ হাসিনার। কারণ স্বরাষ্ট্র মন্ত্রালয়ের দায়িত্ব তার কাছে।’

তিনি বলেন, ‘রাজনীতি করতে হলে নির্যাতন সহ্য করতে হবে। এটি মাথায় রেখেই আন্দোলন চালিয়ে যেতে হবে।’

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন যুবদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল সালাম। বক্তব্য দেন- সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যুবদল নেতারা।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমডি/জানুয়ারি ২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর