thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

রায়ে শহীদ পরিবার ও সুশীল সমাজের সন্তোষ

২০১৩ নভেম্বর ০৩ ১৮:৫৪:৪৫
রায়ে শহীদ পরিবার ও সুশীল সমাজের সন্তোষ

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : একাত্তরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানিয়েছে শহীদ পরিবারের সদস্য ও সুশীল সমাজ। একইসঙ্গে তারা রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে রায় কার্যকর নিয়ে কেউ কেউ শঙ্কা প্রকাশ করেছেন।

রবিবার রায় ঘোষণার পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে শহীদ পরিবারের সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা ও মামলার সাক্ষী শহিদুল হক মামা, প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন, শহীদ অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদের ভাই ডা. রশিদউদ্দিন, ভাগ্নী মাসুদা বানু রত্না, হামিদা বানু ও ফরিদা বানু সবাই সন্তোষ প্রকাশ করেন।

তারা বলেন, রায়ে আমরা সন্তুষ্ট। তবে কবে নাগাদ রায় কার্যকর করা হবে তা নিয়ে আশঙ্কা রয়েছে। কারণ দণ্ডপ্রাপ্ত দুই জনই অন্য দেশের নাগরিকত্ব নিয়ে বিদেশে বসবাস করছেন।

তারা আরও বলেন, আসামিদের দ্রুত দেশে নিয়ে এসে রায় কার্যকর করতে পারলেই আমাদের দাবি পূরণ হবে।

প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ‘রায়ে আত্মতৃপ্তি পেয়েছি। তবে আত্মতৃপ্তি পরিপূর্ণ হবে তখনই যখন তাদের ফিরিয়ে এসে রায় কার্যকর করা হবে। দণ্ডপ্রাপ্তদের একজন ব্রিটেনে ও আরেকজন নাগরিকত্ব নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।’

শহীদ অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদের ভাই ডা. রশিদউদ্দিন, বলেন, ‘ভাই হত্যার বিচার পেয়ে আমি খুশি।’ তবে রায় কার্যকর নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘এ রায় কার্যকর করতে বর্তমান সরকারের আবারও ক্ষমতায় আশা প্রয়োজন।’

শহীদ অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদের ভাগ্নী মাসুদা বানু রত্না সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘আমার বয়স যখন ১৭ বছর তখন এ ঘটনা ঘটে। এখন আমার বয়স ৫৮ বছর। রায় কার্যকরও দেখে যেতে চাই। তাহলে আমার আশা পূর্ণ হবে।’

রায়ে সন্তোষ প্রকাশ করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বলেন, ‘আদালতের রায়ে প্রমাণিত হলো, কেউ অন্যায় করলে তাকে শাস্তি পেতেই হবে।’

তাদের রায় কীভাবে কার্যকর করা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আসামিদের দেশে ফিরিয়ে আনা একটি প্রক্রিয়ার ব্যাপার। ইন্টারপোলের মাধ্যমে নিয়ে এসে রায় কার্যকর করা যেতে পারে। আবার জেনেভা কনভেনশনের মাধ্যমে দুই দেশের চুক্তির মধ্য দিয়ে আসামিদের ফিরিয়ে আনতে বাংলাদেশ অনুরোধ করতে পারে। ফিরিয়ে না দিলে তারা যেখানে আছে সেখানে যেন আদালতের এ রায় কার্যকর করা হয় তার জন্য অনুরোধ করা উচিত। কারণ সেসব দেশেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে। সে দেশের ট্রাইব্যুনালের মাধ্যমেও এ রায় কীভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে চিন্তা-ভাবনা করা প্রয়োজন।’

(দিরিপোর্ট২৪/এআইপি/এনডিএস/এমডি/নভেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর