thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

চাঁদপুরে আ’লীগের পাঁচ উপজেলায় একক প্রার্থী

২০১৪ ফেব্রুয়ারি ০২ ১৩:৫০:২৭
চাঁদপুরে আ’লীগের পাঁচ উপজেলায় একক প্রার্থী

চাঁদপুর প্রতিনিধি : চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি উপজেলায় একক প্রার্থী ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ। এ ক্ষেত্রে আওয়ামী লীগ সফল হলেও বিএনপি এখনো পুরোপুরি সফল হতে পারেনি।

উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থীরা হলেন- চাঁদপুর সদরে বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউছুফ গাজী, ফরিদগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, হাইমচরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী, মতলব উত্তরে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু ও মতলব দক্ষিণে অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার।

চূড়ান্ত প্রার্থীর ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল জানান, দলের তৃণমূল নেতাদের মতামতের আলোকে পাঁচটি উপজেলায় আমাদের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও প্রায় সকল উপজেলায় চূড়ান্ত একক প্রার্থী নির্ধারণ হয়ে গেছে।

এদিকে, শুধু মতলব দক্ষিণ ছাড়া অন্য চারটি উপজেলায় চেয়ারম্যান প্রার্থী এককভাবে এখনো চূড়ান্ত হয়নি বিএনপির। মতলব দক্ষিণ উপজেলায় দলের তৃণমূল পর্যায়ে থেকে বর্তমান চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি এমএ শুক্কুর পাটোয়ারীকে চেয়ারম্যান পদে সমর্থন দেওয়া হয়েছে। এ ছাড়া অন্য চারটি উপজেলায় দলের একক প্রার্থীর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দলটি। চাঁদপুর সদরের ব্যাপারে জেলা বিএনপির শীর্ষ নেতারা দীর্ঘ মিটিং করেছেন। কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মাঝি জানান, ‘আমরা শুধু চাঁদপুর সদরের ব্যাপারে বসেছি। তৃণমূলের নেতারা জেলা বিএনপির ওপর সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন। তবে আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারিনি।’

(দ্য রিপোর্ট/এমবি/এফএস/এএস/জামান/ফেব্রুয়ারি ২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর