thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক বৃহস্পতিবার

২০১৩ নভেম্বর ০৩ ১৯:১৯:২২
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক বৃহস্পতিবার

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : মহাসচিব পর্যায়ে আলোচনা শুরুর প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাচ্ছে ব্যবসায়ী প্রতিনিধি দল। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

এর আগে শনিবার রাতে প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন তারা। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে বিরোধীদলীয় নেতার কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। তারা বলেন, রাজনৈতিক অস্থিরতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ব্যবসায়ী সমাজ। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে কোনো সমঝোতা না হলে আগামীতে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলেও খালেদা জিয়ার কাছে আশঙ্কা প্রকাশ করেন ব্যবসায়ী নেতারা।

(দিরিপোর্ট২৪/এআই/এনডিএস/এমডি/নভেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর