thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

স্থগিত নয়, আন্দোলন চলবে : গয়েশ্বর

২০১৪ ফেব্রুয়ারি ০২ ১৪:৪৪:২২
স্থগিত নয়, আন্দোলন চলবে : গয়েশ্বর

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আন্দোলন স্থগিত নয়, আন্দোলন চলবে।’ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে রবিবার দুপুরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সব নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও সব রাজবন্দির মুক্তির দাবিতে জাতীয়তাবাদী যুবদল এ সমাবেশের আয়োজন করে।

তিনি বলেন, ‘জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য জনগণের কাছে কড়ায়-গণ্ডায় হিসাব দিতে হবে। অনেকেই বলেন, আন্দোলন স্থগিত হয়ে গেছে। আমাদের আন্দোলন স্থগিত করা হয়নি। আবার কঠোর কর্মসূচি দিয়ে মাঠে নামলে, বলে সহিংসতা করি। বিএনপি কোনো সহিংস রাজনীতি করে না। আন্দোলন অব্যাহত আছে, ১৯ দলের আন্দোলন শেষ হয়ে যায়নি। আন্দোলন চলবেই। হতাশ হওয়ার কিছু নেই।’ জামায়াতের সঙ্গ ত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, ‘কে জাময়াতের সঙ্গে থাকবে কে থাকবে না তাহল তাদের রাজনৈতিক অধিকার। আমরাতো শেখ হাসিনার কাছে সবক দিতে পারব না।’

ক্রসফায়ার সম্পর্কে তিনি বলেন, ‘এটা ক্রসফায়ার নয়, এটা ডাইরেক্ট ফায়ার। যদি আমাদের কর্মীরা অস্ত্র নিয়ে রাস্তায় নামত তাহলে শেখ হাসিনার পুলিশ রাস্তায় থাকতে পারত না। আমরা অস্ত্রের রাজনীতি করি না। পৃথিবীর ইতিহাসে অস্ত্রধারীরা নিরস্ত্র জনগণের কাছে পরাজিত হয়েছে।’

তিন সরকারের কবলে দেশ এমন মন্তব্য করে তিনি বলেন, ‘ইমরান সরকার, হাসিনা সরকার, ভারত সরকার এ তিন সরকারের মধ্যে আমরা বসবাস করি।’ একই সঙ্গে তিনি বলেন, ‘৫৬ হাজার বর্গমাইল এক বৃহৎ কারাগারে পরিণত করেছে সরকার।’

গয়েশ্বর বলেন, ‘আমরা আগেই বলেছি, মুক্তি চাইব কার কাছে? দেশে যদি সরকার থাকত তার কাছে, যদি আইনের শাসন থাকত তাহলে তার কাছে। আজকে ৫৬ হাজার বর্গমাইলের কারাগারের জেল সুপার শেখ হাসিনা আর তথাকথিত ৩০০ সংসদ সদস্য হল কারারক্ষী। ৫৬ হাজার বর্গমাইলে কারাগারের শিকল ভাঙতে হবে। সবাইকে মুক্ত করতে হবে।’

৫ জানুয়ারি নির্বাচনে নিজেরা নিজের জানাজা পড়েছে, জনগণ তাদের দাফন দিবে উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচন হচ্ছে একটি চলন্ত গাড়ির নিচে ছাগল চাপা পড়েছে। ছাগল সরালে আবার গাড়ি চলবে। আন্দোলন চলছে, চলবে।’

এ সরকার জবরদখল করে ক্ষমতায় বসেছে উল্লেখ করে বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘নিজের জীবন বিপন্ন করে হলেও যদি বাধা না দিতে পারি তাহলে স্বাধীনতার লেশ মাত্রও থাকবে না।’

সারাদেশে হত্যা, গুম, নির্যাতনের চিত্র তুলে ধরে রিজভী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী আজকে আইনের শৃঙ্খলে নেই।’

তিনি বলেন, ‘আমাদের আন্দোলন অব্যাহত আছে, আন্দোলন চলছে।’

যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন যুবদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল সালাম। বক্তব্য রাখেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সংগঠনের কেন্দ্রীয় নেতারাসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যুবদল নেতারা।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমসি/এমডি/সা/ফেব্রুয়ারি ০২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর