thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

রাজাপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

২০১৪ ফেব্রুয়ারি ০২ ১৪:৪৪:১৫
রাজাপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝালকাঠি সংবাদদাতা : রাজাপুরের ব্র্যাকমোড় এলাকায় বাসচাপায় জসিম হাওলাদার (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর আধা ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে যানচলাচল স্বাভাবিক করে। রবিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রাজাপুর থানার (ওসি) মো. নজরুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে জসিমসহ তিনজন বরিশাল যাচ্ছিলেন। পথে পেছন থেকে একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই জসিমের মৃত্যু হয়। নিহত জসিম কাঁঠালিয়া উপজেলার কচুয়া গ্রামের মৃত ওয়াজেদ হাওলাদারের ছেলে। এতে মোটরসাইকেল চালক বাবলু (২০) ও অপর আরোহী নাফিজ (২২) আহত হয়েছেন। আহতদের রাজাপুর স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিমে ভর্তি করা হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চালক ও সহকারী পালালেও পুলিশ বাসটি আটক করেছে।

(দ্য রিপোর্ট/এসএমআর/এএস/সা/ফেব্রুয়ারি ২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর