thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সিগারেট কোম্পানির ২ প্রতিনিধিকে কুপিয়ে টাকা ছিনতাই

২০১৪ ফেব্রুয়ারি ০২ ১৫:১১:২১
সিগারেট কোম্পানির ২ প্রতিনিধিকে কুপিয়ে টাকা ছিনতাই

সুনামগঞ্জ সংবাদদাতা : স্টার সিগারেট কোম্পানির দুই প্রতিনিধিকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে ছিনতাইকারীরা। এ সময় তাদের কাছ থেকে ২২ টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা। রবিবার সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, স্টার সিগারেট কোম্পানির প্রতিনিধি পিন্টু দাশ (৩৫) ও হাসান (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেতা মার্কেটে ডাচ বাংলা ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন পিন্টু ও হাসান। এ সময় সাত-আটজনের সশস্ত্র দল তাদের গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে তাদের কাছ থেকে ২২ লাখ ছিনতাই করে নিয়ে যায়।

পিন্টু দাশকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত হাসানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা কোনো ছিনতাইয়ের ঘটনা নয়। টাকা আত্মসাতের কৌশলমাত্র। তবে এ ব্যাপারে তদন্ত করে দেখা হবে।

(দ্য রিপোর্টে/আরএ/ইইউ/এএস/সা/ফেব্রুয়ারি ২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর