thereport24.com
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১,  ২০ জমাদিউল আউয়াল 1446

অ্যাপোলোর আইপিও ড্র বৃহস্পতিবার

২০১৩ নভেম্বর ০৩ ১৯:২৬:১০
অ্যাপোলোর আইপিও ড্র বৃহস্পতিবার

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে টাকা উত্তোলন করে নেওয়া অ্যাপোলো ইস্পাতের লটারির ড্র বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। রবিবার কোম্পানি সূত্রে বিষয়টি জানা গেছে।

এর আগে ৬ থেকে ১০ অক্টোবর পর্যন্ত স্থানীয় বিনিয়োগকারীদের আবেদন গ্রহণ করা হয়। আর প্রবাসীরা এ সুযোগ পান ১৯ অক্টোবর পর্যন্ত।

জানা গেছে, অ্যাপোলো ইস্পাত কোম্পানিটি ২২০ কোটি টাকা সংগ্রহ করেছে। প্রতি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকার সঙ্গে ১২ টাকা প্রিমিয়ামে মোট ২২ টাকা দরে টাকা সংগ্রহ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ১০ কোটি শেয়ার ছেড়ে এ টাকা উত্তোলন করে।

প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট। গত ২২ আগস্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৪৮৯তম সভায় অ্যাপোলো ইস্পাতের অনুমোদন দেওয়া হয়। এর আগে ৪৬০তম কমিশন সভায় প্রাথমিক গণপ্রস্তাবের অনুমোদন দেওয়া হলেও পরবর্তীকালে ৪৬৮তম কমিশন সভায় ওই কোম্পানির প্রাথমিক চাঁদা গ্রহণের তারিখ স্থগিত করা হয়।

(দিরিপোর্ট২৪/আরএ/এনডিএস/এমডি/নভেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর