thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

‘বিএনপির আন্দোলনে জনগণের অংশগ্রহণ ছিল না’

২০১৪ ফেব্রুয়ারি ০২ ১৫:২৩:২৮
‘বিএনপির আন্দোলনে জনগণের অংশগ্রহণ ছিল না’

কক্সবাজার সংবাদদাতা : যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের রণকৌশল ভুল ছিল। তারা আন্দোলনের নামে শুধু নাশকতা আর সহিংসতাই করেছে। তাদের আন্দোলন, হরতাল ও অবরোধে জনগণের কোনো অংশগ্রহণ ছিল না।

কক্সবাজার হিলটপ সার্কিট হাউস সম্মেলন কক্ষে প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনকে বিএনপি বার বার অবৈধ বলছে। এখন সে নির্বাচন কমিশনের অধীনেই উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে। তাদের এ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণাকে আমরা স্বাগত জানাই।

তিনি আরও বলেন, অনেকে মনে করেছিল বিএনপি নির্বাচনে না এলে আকাশ ভেঙে পড়বে। কিন্তু সে আশঙ্কা সময়ের পরীক্ষায় অমূলক প্রমাণিত হয়েছে।

সভায় কক্সবাজারের ৩টি আসনের নির্বাচিত সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, হাজী মো. ইলিয়াস, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আজাদ মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি আহমদ হোসেন, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সিআইপিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এসএম/ইইউ/এএস/সা/ফেব্রুয়ারি ২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর