thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ মে 24, ৩১ বৈশাখ ১৪৩১,  ৬ জিলকদ  1445

বরিশালে ৬ কোটি টাকার কারেন্ট জাল আটক

২০১৪ ফেব্রুয়ারি ০২ ১৬:০৪:৩৫
বরিশালে ৬ কোটি টাকার কারেন্ট জাল আটক

বরিশাল সংবাদদাতা : বরিশালের মেহেন্দিগঞ্জের মেঘনা নদী থেকে তিন লাখ মিটার কারেন্ট জাল আটক করা হয়েছে। রবিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে এই জাল আটক করে। যার বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা।

জেলা মৎস্য কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান দ্য রিপোর্টকে জানান, জাটকা ধরা নিষেধ থাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার সকালে মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীতে অভিযানে নামে। এ সময় তারা ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল আটক করে। যার বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি।

উদ্ধার করা কারেন্ট জাল উপজেলা মৎস্য অফিসার জামাল উদ্দিনের উপস্থিতিতে উলানিয়া বন্দরে নিয়ে পুড়িয়ে ফেলা হয়।

(দ্য রিপোর্ট/বিএস/এপি/এএইচ/ ফেব্রুয়ারি ০২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর