thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

মেক্সিকোর উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সোনিয়া’

২০১৩ নভেম্বর ০৩ ১৯:৩৪:৩৫
মেক্সিকোর উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সোনিয়া’

দিরিপোর্ট২৪ ডেস্ক : ঘূর্ণিঝড় সোনিয়া দক্ষিণ দিকে ঘুরে মেক্সিকোর উপকূলের দিকে ধেয়ে আসছে বলে জানিয়েছে মার্কিন আবহাওয়া অফিস। খবর এবিসি নিউজের।

মিয়ামিতে অবস্থিত মার্কিন জাতীয় হ্যারিকেন কেন্দ্র জানায়, রবিবার সকালে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড়টি এখন মেক্সিকোর উপকূল ঘেঁষে ৪০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করেছে। ঝড়টি ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে এগিয়ে আসছে বলেও জানিয়েছে সংস্থাটি। উত্তর উপকূলে এর গতিবেগ ঘণ্টায় ১১ কিলোমিটার।

আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, মেক্সিকোর উত্তরে মাজাটলান থেকে আটলান্টা পর্যন্ত ঝড়ের কবলে পড়তে পারে। তারা আশঙ্কা করছেন ঝড়টি সোমবার সকালে মেক্সিকোর দক্ষিণাঞ্চলে বাজা উপত্যকায় আঘাত হানতে পারে। ঝড়ের স্থায়িত্ব কয়েক ঘণ্টা হতে পারে।

আবহাওয়াবিদরা ঘূর্ণিঝড় সোনিয়ার প্রকোপে প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধ্বসের আশঙ্কা করছেন।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/নভেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর