thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

অঘোষিত সফরে মিসরে কেরি

২০১৩ নভেম্বর ০৩ ১৯:৪২:০৯
অঘোষিত সফরে মিসরে কেরি

দিরিপোর্ট২৪ ডেস্ক : মিসর দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তার মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন। কেরির মধ্যপ্রাচ্য সফরের তালিকায় মিসর না থাকলেও তিনি কয়েক ঘণ্টার সফরে রবিবার মিসরে পৌঁছান। খবর বিবিসির।

গত জুলাইয়ে প্রেসিডেন্ট মুরসির পতনের পর এ পর্যন্ত মিসর সফর করা তিনিই সর্বোচ্চ পর্যায়ের মার্কিন সরকারি কর্মকর্তা।

এমন সময় কেরি বেশ চুপিসারে মিসর সফরে আসলেন যখন ওয়াশিংটন ও কায়রোর মধ্যে উষ্ণ সম্পর্ক বিরাজ করছে।

প্রসঙ্গত, আগামী সোমবার মোহাম্মদ মুরসিকে মিসরের আদালতে হাজির করা হবে। এ সময় কেরির সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে মিসরের রাষ্ট্রীয় গণমাধ্যমের পক্ষ হতে জানানো হয়েছে, তার এ সফরটি মুরসির বিচারের সঙ্গে সম্পর্কযুক্ত নয়।

এ সফরে কেরি মধ্যপ্রাচ্যের ‍বিভিন্ন দেশ ও উত্তর আফ্রিকার দেশগুলোতে যাবেন।

মিসরে পৌঁছানো পর্যন্ত মার্কিন সরকার কেরির এ সফরের বিষয়টি গোপন রাখে। মিসরের রাষ্ট্রীয় গণমাধ্যমেও কেরি পৌঁছানোর পর তা ঘোষণা করা হয়। তার নিরাপত্তার জন্যই এ গোপনীয়তা অবলম্বন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

ইতোমধ্যে মুরসির সমর্থকরা সরকার পতন ও সেনাবাহিনীর ক্ষমতা দখলে মার্কিন সরকারের হাত ছিল বলে দাবি করেছে। অপরদিকে মিসরের সেনাবাহিনীও মার্কিন সরকারের ওপর নাখোশ।

জন কেরি এ সফরে মিসরের বর্তমান সরকারের প্রেসিডেন্ট আদলি মানসুর, প্রধানমন্ত্রী হাজেম আল-বেবলায়ি, পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমি ও সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ সিসির সঙ্গে সাক্ষাৎ করবেন।

মিসর সফর শেষেই কেরি সৌদি আরবের রিয়াদে যাবেন। এছাড়াও তিনি ইসরাইল, জর্ডান, আলজেরিয়া ও মরক্কো সফর করবেন।

সৌদি আরবে তিনি সিরিয়া ও মিসরের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। এছাড়াও তিনি জেরুজালেমে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি স্থাপনের বিষয়ে আলোচনা করবেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এ সফর নভেম্বরের ১২ তারিখে শেষ হবে।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/নভেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর