thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

জেলার ক্ষুব্ধ নেতাদের সঙ্গে এরশাদের বৈঠক শুরু

২০১৪ ফেব্রুয়ারি ০২ ১৯:১৬:৪৯
জেলার ক্ষুব্ধ নেতাদের সঙ্গে এরশাদের বৈঠক শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : এক সঙ্গে নয়, দলের অস্তিত্ব রক্ষার্থে জেলার ক্ষুব্ধ নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক শুরু করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শেরপুর জেলার কতিপয় নেতার সঙ্গে রবিবার বিকেল থেকেই অনানুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে এরশাদের ধারাবাহিক এ কর্মসূচি শুরু হয়েছে বলে দ্য রিপোর্টকে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি।

রুহুল আমিন হাওলাদার দ্য রিপোর্টকে বলেন, ‘এক সঙ্গে বসলে সবার সুখ-দুঃখের কথা শোনা যায় না। দলের ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। এবার স্যার আলাদাভাবে সবার কথা শুনতে চান। দলকে গোছাতে চান। ঢেলে সাজাতে চান।’

জাপা মহাসচিব বলেন, ‘আমরা হোটেল সুন্দরবনে জেলা নেতাদের সঙ্গে বসতে চেয়েছিলাম কিন্তু জেলা নেতাদের সুবিধার্থে ও তাদের সঙ্গে স্যারের যোগাযোগ আরও বাড়াতে আমরা বনানীর কার্যালয়ে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছি। এ বৈঠক ধারাবাহিকভাবে চলবে।’

হাওলাদার আরও বলেন, ‘বুধবার শেরপুর ও বৃহস্পতিবার কুমিল্লা জেলা জাপা নেতাদের সঙ্গে বনানীর কার্যালয়ে পার্টির চেয়ারম্যান বসবেন। আর বৃহস্পতিবার আমি মৌলভিবাজার জেলায় কাউন্সিল করতে যাব।’

(দ্য রিপোর্ট/সাআ/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ০২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর