thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

পদ্মা-মেঘনায় মার্চ-এপ্রিল মাছ ধরা নিষেধ

২০১৬ মার্চ ০১ ১২:৩১:১৮
পদ্মা-মেঘনায় মার্চ-এপ্রিল মাছ ধরা নিষেধ

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস যে কোনো ধরনের মাছ ধরা নিষিদ্ধ। ইলিশ সংরক্ষণে ‘অভয়াশ্রম কর্মসূচি’র অংশ হিসেবে এ দু’মাস পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় কোনো প্রকার জাল ফেলা যাবে না।

ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০০৬ সাল থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ১শ’ কিলোমিটার এলাকাসহ দেশের ৫টি অঞ্চলে এ কর্মসূচি চলে আসছে। এ নির্দিষ্ট সময়ে কেউ মাছ শিকার করলে তার বিরুদ্ধে জেল জরিমানার বিধান রয়েছে।

এ কর্মসূচি বাস্তবায়নে ইতোমধ্যে চাঁদপুরের নদী তীরবর্তী এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। এ ছাড়াও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে অবহিতকরণ সভা করা হয়েছে বলে জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান জানিয়েছেন।

সফিকুর রহমান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, মতলবের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর-আলেকজান্ডার পর্যন্ত পদ্মা-মেঘনার ১শ’ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম হিসেবে চিহ্নিত করা হয়েছে। সরকার ওই নির্দিষ্ট এলাকায় মার্চ-এপ্রিল এ দু’মাস সব ধরনের জাল ফেলা নিষিদ্ধ করেছে। এ সময় যদি কেউ নদীতে মাছ ধরে তাহলে এক মাস থেকে সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার বিধান করা হয়েছে।

তিনি জানান, চাঁদপুরে তালিকাভুক্ত সরকারি হিসাবে ৪১ হাজার ৪২ জন জেলে রয়েছেন। অন্যান্য বছর এ সময় মার্চ থেকে জুন পর্যন্ত তালিকাভুক্ত জেলেদের ৪০ কেজি করে চাল দিলেও এ বছর ৮০ কেজি করে চাল দেওয়ার জন্য ত্রাণ মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। এ ছাড়াও বিকল্প কর্মসংস্থান হিসেবে প্রতি উপজেলায় ৪০ জেলেকে গরু-ছাগল, হাস-মুরগি, সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ দেওয়ার প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

দু’মাস মাছ ধরা বন্ধ প্রসঙ্গে হরিণা ফেরিঘাট এলাকার জেলে রফিক, হাসান, ক্ষুদিরাম, মমিন দ্য রিপোর্টকে বলেন, আমরাও চাই সরকারি সিদ্ধান্ত শতভাগ পালন করতে। কিন্তু অন্যান্য বছরের মতো ৪০ কেজি চাল দিয়ে তো আর সংসার চালানো যায় না। তাইতো জীবনের মায়া না করে, ছেলে-মেয়েদের দু’বেলা দু’মুঠো ভাত জোগাতে নদীতে নেমে পড়ি।

জানতে চাইলে চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি মো. মিজানুর রহমান কালু ভূঁইয়া দ্য রিপোর্টকে বলেন, ‘এ বছর ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে নদীতে ছোট সাইজের ইলিশ ধরা পড়ছে। এ ছোট ইলিশই অভয়াশ্রম শেষে বড় আকার ধারণ করবে।’ তাই অভয়াশ্রম মৌসুমে অসাধু জেলেদের চিহ্নিত করে জাতীয় মাছ ইলিশ রক্ষা করার দাবি জানান তিনি। এ ক্ষেত্রে তার শতভাগ সহযোগিতা থাকবে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এনডিএস/এনআই/মার্চ ০১, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর