thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

তারেকের শাশুড়ির মামলা স্থগিতে হাইকোর্টে আবেদন

২০১৪ ফেব্রুয়ারি ০২ ১৯:৫৭:৪৯
তারেকের শাশুড়ির মামলা স্থগিতে হাইকোর্টে আবেদন

দ্য রিপোর্ট প্র্রতিবেদক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে।

একই সঙ্গে সম্পদের হিসাব দুদকে দাখিল করতে আরো সময় দেওয়ার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে।

সম্পদের হিসাব দেওয়ার সুযোগ না দিয়ে মামলা করায় সৈয়দা ইকবাল মান্দ বানুর মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। তিনি বলেছেন, সময় পেলে দেশের মহীয়সী এই নারী দুদকে সম্পদের হিসাব দাখিল করতেন।

সম্পদের হিসাব দাখিল না করার অভিযোগে ৩০ জানুয়ারি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা করে দুদক। এই মামলা করার আগের দিন সম্পদের হিসাব দাখিল করার জন্য আরও সময় চেয়ে সৈয়দা ইকবাল মান্দ বানুর আইনজীবী ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, এডভোকেট জাকির হোসেনসহ আইনজীবীরা আবেদন করেন। কিন্তু দুদক সময় না দিয়ে মামলা করে।

এ অবস্থায় ৩০ জানুয়ারি রিট আবেদন করেন এডভোকেট জাকির হোসেন। সম্পদের হিসাব দাখিল করার জন্য আরও সময় দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে দুদকের করা মামলার কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।

রবিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানির কথা থাকলেও তা হয়নি। সোমবার শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে বলে জানান ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম।

এ দিকে সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে দুপুরে সংবাদ সম্মেলন করেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের মিডিয়ার কক্ষে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, রাগিব রউফ চৌধুরী, এডভোকেট জাকির হোসেন, সালমা সুলতানা সোমা প্রমুখ আইনজীবী।

ব্যারিস্টার অসীম বলেন, ইকবাল মান্দ বানু সত্তরোর্ধ্ব দেশের একজন মহীয়সী নারী। তিনি একাধারে লেখিকা, গীতিকার, চিত্রশিল্পী ও পিয়ানো বাদক। শিক্ষানুরাগী, সমাজসেবী এই নারী দেশের স্বাধীনতা পদকপ্রাপ্ত একজন মানুষ। তিনি অসুস্থ অবস্থায় যুক্তরাজ্যে চিকিৎসাধীন। তাকে সময় না দিয়ে দুদক মামলা করে দেশের একজন জ্যেষ্ঠ নাগরিকের বিরুদ্ধে মামলা করে তার মানবাধিকার লঙ্ঘন করেছে।

ব্যারিস্টার অসীম বলেন, পদ্মা সেতু, হলমার্ক, সোনালী ব্যাংক, ডেসটিনি কেলেঙ্কারিসহ অপরাপর সামাজিক দুর্নীতির সুরাহা না করে এ মামলা করা হলো।

সম্পদ বিবরণী চেয়ে দুদক ২০১১ সালের ২০ অক্টোবর ইকবাল মান্দ বানুকে নোটিশ দেয়। এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন তিনি। তার আবেদনে আদালত নোটিশের কার্যক্রম স্থগিত করেন। পরে দুদকের আবেদনে আপিল বিভাগ হাইকোর্টের ওই আদেশ স্থগিত করে দেন। আপিল বিভাগের এই আদেশের কয়েক মাস পর দুদক মামলা করে।

(দ্য রিপোর্ট/এসএ/এপি/ এনআই/ফেব্রুয়ারি ০২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর