thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

যেকোনো মূল্যে ১৫ নভেম্বর মহাসমাবেশ : হেফাজত

২০১৩ নভেম্বর ০৩ ২০:০৮:৩৬
যেকোনো মূল্যে ১৫ নভেম্বর মহাসমাবেশ : হেফাজত

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : যেকোনো মূল্যে ১৫ নভেম্বর ঢাকার শাপলা চত্বরে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠনটির নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন সরকার এর জন্য আন্তরিক সহযোগিতা করবে।

এক যৌথ বিবৃতিতে রবিবার সন্ধ্যায় হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা একথা বলেন।

সরকারের উদ্দেশে তারা বলেন, ‘কোনো ছলচাতুরী ও চক্রান্তের আশ্রয় নেবেন না। অন্যথায় আল্লামা শফীর নেতৃত্বে দেশের আপামর তৌহিদি জনতা কঠোর আন্দোলন রাজপথে নামবে। সেই আন্দোলন সামাল দেওয়া বর্তমান সরকারের পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না।’

তারা বলেন, ‘গত ৫ মে শাপলা চত্বরে শান্তিপূর্ণ সমাবেশকে কলঙ্কিত করার জন্য সরকার চক্রান্তের জাল বিস্তার করে। ঠুনকো অজুহাতে নিরীহ তৌহিদি জনতার ওপর গণহত্যা চালায়। কিন্তু সরকারের সেই অপকৌশল সম্পূর্ণরূপে বুমেরাং হয়েছে।’

‘হেফাজতকে সমাবেশের নামে জ্বালাও-পোড়াও করতে দেওয়া হবে না’ - স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা বলেন, ‘সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে এসব অসংলগ্ন বক্তব্য একেবারেই বেমানান। এ জাতীয় উদ্ভট বক্তব্যের কারণে এর আগেও তিনি বহুবার বিতর্কিত হয়েছেন।’

হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষে বিবৃতিতে সাক্ষর করেছেন- কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগরের আহ্বায়ক নূর হোসাইন কাসেমী, ঢাকা মহানগর সদস্য সচিব জুনায়েদ আল হাবীব, যুগ্ম আহ্বায়ক মাওলানা জাফরুল্লাহ খান, মাও: আবদুর রব ইউসূফী, মাও: ওবায়দুল্লাহ ফারুক, ড. আহমদ আবদুল কাদের, মাও: মাহফুযুল হক, যুগ্ম সদস্য সচিব মাও: ফযলুল করিম কাসেমী, মাও: সাখাওয়াত (খুলনা), মাও: মহিউদ্দিন আকরাম, মাও: শফীকুদ্দীন, মাও: নাজমুল হাসান, মাও: আহমদ আলী, মাও: আতাউল্লাহ আমীন, মুফতী আবদুল মালেক, সদস্য মাও: মুনির আহমদ, মাও: ওয়ালি উল্লাহ আরমান, মাও: খালেদ সাইফুল্লাহ, মাও: ইলিয়াস, প্রমূখ।

প্রসঙ্গত, কওমি শিক্ষা আইন বাতিল ও ১৩ দফা বাস্তবায়নের দাবিতে ১৫ নভেম্বর রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজত ইসলাম। ওইদিন একইস্থানে পাল্টা সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ তরিকত ফেডারেশন।

(দিরিপোর্ট২৪/কে/এইচএস/এমডি/নভেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর