thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

খালেদা জিয়ার সঙ্গে বাবরের স্ত্রীর সাক্ষাৎ

২০১৪ ফেব্রুয়ারি ০২ ২২:০৭:৩৬
খালেদা জিয়ার সঙ্গে বাবরের স্ত্রীর সাক্ষাৎ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান। এ সময় বাবরের দুই ছেলে ও দুই মেয়ে সঙ্গে ছিল।

গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রবিবার রাত পৌনে ১০টার দিকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় খালেদা জিয়া বাবরের স্ত্রীকে সান্ত্বনা ও ধৈর্য ধরতে বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার জনগণের ওপর যে অত্যাচার-নির্যাতন করছে একদিন আল্লাহ এর বিচার করবেন।’

প্রসঙ্গত, বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলার রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির, সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৪ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম মুজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এমএইচ/এনডিএস/এএল/ফেব্রুয়ারি ০২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর