thereport24.com
ঢাকা, বুধবার, ২২ মে 24, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১৪ জিলকদ  1445

চবির অর্থনীতি বিভাগের সুবর্ণজয়ন্তী শনিবার

২০১৬ মার্চ ০৩ ১৯:৪২:৩৭
চবির অর্থনীতি বিভাগের সুবর্ণজয়ন্তী শনিবার

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের সুবর্ণজয়ন্তী শনিবার অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন যে চারটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করা হয়, এর মধ্যে অর্থনীতি বিভাগ অন্যতম। এই বছর অর্থনীতি বিভাগের ৫০ বছর পূর্তি হতে চলেছে। এ উপলক্ষে আমরা আগামী শনিবার (৫ মার্চ) বিভাগের সূবর্ণজয়ন্তী অনুষ্ঠান পালন করতে যাচ্ছি।

তিনি বলেন, অনুষ্ঠান উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠানের অয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সারাদেশ থেকে অর্থনীতি বিভাগের প্রাক্তন প্রায় তিন হাজার প্রতিনিধি অংশগ্রহণ করছে।

তিনি আরও বলেন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, সুবর্ণজয়ন্তী বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রথিতযশা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবাহান। এ ছাড়া প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, সোনালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ফজলে কবির, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী প্রমুখ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী, প্রফেসর ড. জ্যোতি প্রকাশ দত্ত, প্রফেসর ড. নিতাই চন্দ নাগ, প্রফেসর ড. আ ই ম মইনুল ইসলাম, মো. মহিউদ্দিন, মো. শফিউল্লাহ কায়েস, মনসুর এম ওয়াই চৌধুরী, এ কে এম ইসমাইল, খুরশেদ আলম, সুজিত কুমার দত্ত প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএআর/এম/মার্চ ০৩, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর