thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

সবুজবাগে নিজ বাসার সামনে ব্যবসায়ী গুলিবিদ্ধ

২০১৪ ফেব্রুয়ারি ০৩ ০২:৩১:২৩

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সবুজবাগে মজিবর রহমান (৫০) নামে এক টেলিকম ব্যবসায়ীকে নিজ বাসার সামনে গুলি করে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

আহত মজিবরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডান পায়ের উরুতে একটি গুলি লেগেছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

রাজধানীর সবুজবাগের উত্তর বাসাবো এলকায় নিজ বাসার (বাসা নং ১২৬) সামনে রবিবার রাত ১১টার দিকে সন্ত্রাসীরা তাকে গুলি করে। এ সময় তিনি বাসার সামনে অবস্থিত নিজের দোকানে বসে ছিলেন জানান মজিবর।

তিনি আরও জানান, ‘দোকানে বসে থাকা অবস্থায় দুই যুবক এসে আমাকে বলে, তোর না বিশ হাজার টাকা দেওয়ার কথা। টাকা দিস নাই কেন? এ কথা বলার সঙ্গে সঙ্গেই তারা আমার পায়ে এক রাউন্ড গুলি চালায়। ক্যাশে থাকা সব টাকাও তারা নিয়ে যায়।’

পরে বাসার মালিক মো. সোহেল আহত মজিবরকে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘সংশ্লিষ্ট থানার পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।’

(দ্য রিপোর্ট/এসআর/এসআর/জেএম/এএল/ফেব্রুয়ারি ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর