thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

সিলেটে আ.লীগের কর্মীসভা সোমবার

২০১৪ ফেব্রুয়ারি ০৩ ০২:৫৫:২৯

সিলেট অফিস : সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ কর্মীসভা সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর জালালাবাদ গ্যাস অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ এবং অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি।

রবিবার রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/এমজেসি/জেএম/এএল/ফেব্রুয়ারি ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর