thereport24.com
ঢাকা, রবিবার, ৫ মে 24, ২২ বৈশাখ ১৪৩১,  ২৬ শাওয়াল 1445

প্রেমিকার ভূমিকায় দ্বিচক্রযান!

২০১৪ ফেব্রুয়ারি ০৩ ০৪:৫০:১৯
প্রেমিকার ভূমিকায় দ্বিচক্রযান!

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রেমিক-প্রেমিকার মধ্যে দূরত্ব সৃষ্টি করে একটি দ্বিচক্রযান। ছেলেটি সারাক্ষণ এই বাহনটি নিয়েই থাকে। মেয়েটিকে তেমন সময় না দেওয়ায় তাদের মধ্যে মনোমালিন্য হয়। এমনটাই দেখা যাবে রোমেল খানের পরিচালনায় ‘দ্বিচক্র মন’ টেলিফিল্মে।

কাহিনীতে দেখা যাবে, রোমেল ও রাহার মধ্যে চার বছরের সম্পর্ক। রোমেল একটি সাইকেল কিনেছে। এরপর থেকে দিনের বেশিরভাগ সময় সাইকেল নিয়ে ব্যস্ত থাকে। রোমেলের এই বয়সে সাইকেল চালানো রাহা পছন্দ করে না। বার বার নিষেধ করার পরও রোমেল সাইকেল চালানো বাদ দেবে না। এটা নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য হয়। রাহা রোমেলের সাইকেল ভাঙ্গার সিদ্ধান্ত নেয়। তার এই কাজের সহযোগিতার জন্য যায় তারই এলাকার এক বড় ভাই আসাদের কাছে। এ দিকে আসাদ আবার রাহার প্রতি দুর্বল। সে রাহাকে ভালোবাসে কিন্তু প্রকাশ করতে পারে না। আসাদ তার সাঙ্গোপাঙ্গদের পাঠায় রোমেলের সাইকেল ভাঙ্গতে। কিন্তু সবাই মার খেয়ে ফিরে আসে। পরে আসাদ রোমেলের সাইকেল চুরি করার ফন্দি আঁটে। চুরির পর রোমেলের ফেসবুকে একটা ভিডিও লিংক পাঠায়। এভাবেই এগিয়ে যায় টেলিফিল্মের গল্প।

এ সম্পর্কে পরিচালক রোমেল খান বলেন, ‘আমরা নতুনদের নিয়ে কাজ করছি। ভালোবাসা দিবসকে উপলক্ষ করে এটি বানানো হয়েছে। নাটকটির দৈর্ঘ্য টিভি প্যাকেজ নাটকের সমান হলেও নাটকটি নির্মাণ করা হয়েছে চলচ্চিত্রের আদলে।’

‘দ্বিচক্র মন’ টেলিফিল্মের চিত্রগ্রাহক খায়রুল আলম শিপলু বলেন, ‘আমরা চিত্রগ্রহণে হলিউডের স্টাইল অনুসরণ করার চেষ্টা করেছি। এতে কিছু অ্যাকশন দৃশ্য রাখা হয়েছে। অভিনেতারা নিজেরাই ফাইটের স্ট্যান্ট দিয়েছে, কোনো ড্যামি ব্যবহার করেনি। অ্যাকশন দৃশ্যে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে।’

টেলিফিল্মে অভিনয় করেছেন ‘টিম এক্সট্রিম’ নামে একটি গ্রুপের একঝাঁক নতুন তরুণ-তরুণী।

(দ্য রিপোর্ট/আইএফ/জেএম/এএল/শাহ/ফেব্রুয়ারি ৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর