thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ মে 24, ২০ বৈশাখ ১৪৩১,  ২৪ শাওয়াল 1445

হতবাক নওশীন

২০১৪ ফেব্রুয়ারি ০৩ ০৫:৩৮:০৬
হতবাক নওশীন

দ্য রিপোর্ট প্রতিবেদক : হিল্লোলের আচরণে হতবাক হচ্ছেন নওশীন। তার প্রতিটি পদক্ষেপ বিস্মিত করছে নওশীনকে। আর এই বিস্ময়ের সূত্র খুঁজে পওয়া যাবে ‘নোনতা চা’ নাটকে। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে চ্যানেল নাইনে প্রচার হবে এটি।

নাটকের কাহিনীতে দেখা যাবে, দাউদ হাবীব আর চটপটে চরিত্রের মেয়ে ফ্রিদা ফারজানা একই অফিসে চাকরি করেন। প্রতিদিন হাবীব অফিস ফ্লোর থেকে একতলার ওপরে নামেন। ফ্রিদা একটি টি স্টলে হাবীবের কাছে লিফটের সমস্যা সম্পর্কে জানতে চায়। হাবীবের জবাব শুনে ফ্রিদা মুগ্ধ হয়ে যায়। জানতে পারে, হাবীব চায়ের সঙ্গে চিনির বদলে লবণ মিশিয়ে খায় তার শৈশবের স্মৃতি জাগিয়ে রাখার জন্য। হাবীবকে নতুন করে আবিষ্কার করতে থাকে ফ্রিদা। টি স্টলে হাবীব প্রতিদিন নতুন নতুন সারপ্রাইজ দেয় ফ্রিদাকে। এ রকম আরও নাটকীয় ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় ‘নোনতা চা’-এর গল্প।

মাসুম রেজার রচনায় নাটকটি পরিচালনা করেছেন কমল চৌধুরী। নওশীন ও হিল্লোল ছাড়া এতে অভিনয় করেছেন সৌরভ, সুবর্না, এম এ মতিন।

নাটকটি ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে রাত ৮টা ৩০ মিনিটে চ্যানেল নাইনে প্রচার হবে।

(দ্য রিপোর্ট/আইএফ/জেএম/এএল/ফেব্রুয়ারি ০২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর