thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ 25, ২৭ ফাল্গুন ১৪৩১,  ১১ রমজান 1446

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

২০১৪ ফেব্রুয়ারি ০৩ ০৯:৪৮:২৭
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ সংবাদদাতা : ঘন কুয়াশার কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সংযোগস্থল পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়েছে।

কুয়াশা কেটে গেলে সোমবার সকাল ৭টা থেকে দৌলতদিয়া পাড়ে আটকে থাকা গাড়ি পারাপার করা হচ্ছে বলে জানিয়েছে ফেরি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোর থেকে নদীতে হঠাৎ করে কুয়াশা পড়তে থাকে। ভোর ৫টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে কুয়াশা কেটে গেলে সকাল ৭টা থেকে আবার ফেরি চলাচল শুরু হয়েছে।

এ সময় তীরে ভিড়তে না পেরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, শাহ পরান, কুমারী ও এনায়েতপুরী নামের ৪টি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে মাঝনদীতে আটকে পড়ে। পরে কুয়াশা কেটে গেলে ফেরিগুলো তীরে ফিরে আসে।

(দ্য রিপোর্ট/এনইউএস/এমএইচও/জেএম/জামান/ফেব্রুয়ারি ৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর