thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

মুশফিকের ৫০তম টি২০ ম্যাচ

২০১৬ মার্চ ০৬ ১৫:৩৪:৩০
মুশফিকের ৫০তম টি২০ ম্যাচ

দ্য রিপোর্ট ডেস্ক : বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিম আন্তর্জাতিক টি২০ ম্যাচে নিজের ৫০তম ম্যাচে খেলতে নামবেন এশিয়া কাপের ফাইনালে। এই ম্যাচ নিয়ে সবার মধ্যেই টানটান উত্তেজনা বিরাজ করছে। কেননা ম্যাচ জিতলেই প্রথমবারের মতো শিরোপা ঘরে আসবে।

আর এই ম্যাচটি নিয়ে মুশফিকের উত্তেজনা সবার থেকেই একটু বেশি। কেননা তিনি এই ম্যাচ দিয়েই টি২০ ফরম্যাটে নিজের ৫০তম ম্যাচ পূর্ণ করতে চলেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ভূমিকা পালনকারী মুশফিক ফেসবুকের মাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি একটি পোস্টে লিখেছেন, ‘আজকে আমরা ফাইনালে খেলব, তাই দিনটা সবার জন্যই অনেক বড় একটি উৎসবে পরিণত হয়েছে। আর ব্যক্তিগত দিক থেকে এটি আমার টি২০ ক্রিকেটে ৫০তম আন্তর্জাতিক ম্যাচ। আমি জানি, এখনো পর্যন্ত আমি তেমন বড় কিছু অর্জন করতে পারিনি। তারপরও বলব দলের জন্য এবং আমার জন্যও দোয়া করবেন। ইনশাআল্লাহ আজকের দিনটি আমি স্মরণীয় করে রাখব। সবার সাথে মাঠে দেখা হবে।’

এ ছাড়াও তিনি জানান বাংলাদেশ দল শেষ বল পর্যন্ত চেষ্টা করে যাবে। সেই সাথে ভাগ্য সহায় হলে অবশ্যই তারা ভক্ত-সমর্থকদের মুখে হাসি ফোটাতে সক্ষম হবেন।

(দ্য রিপোর্ট/এনপিএস/এএসটি/এম/মার্চ ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর