thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

ওবামার ফোনেও আড়িপাতা হতে পারে!

২০১৩ নভেম্বর ০৩ ২১:২০:৩৫
ওবামার ফোনেও আড়িপাতা হতে পারে!

দিরিপোর্ট২৪ ডেস্ক : যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এ্জেন্সি(এনএসএ) দেশটির প্রেসিডেন্ট বরাক ওবামার ফোনেও আড়ি পেতে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন এক সিনেটর। খবর জিনিউজের।

র‌্যান্ড পাউল নামের মার্কিন এ সিনেটর মনে করেছেন, এনএসএ’র গুপ্তচরবৃত্তি অনেক দূর পর্যন্ত বিস্তার লাভ করেছে। তারা প্রেসিডেন্ট বরাক ওবামার সেলফোনেও আড়ি পেতে থাকতে পারে।

জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মর্কেলের উপর এবং ইন্টারনেট সেবা দাতা প্রতিষ্ঠান ইয়াহু ও গুগলের সার্ভারে এনএসএ’র গুপ্তচরবৃত্তির ঘটনা প্রকাশিত হওয়ার পর এ মন্তব্য করলেন রিপাবলিকান এ সিনেটর।

ব্লুমবার্গের সঙ্গে এক সাক্ষাৎকারে পাউল এমন মন্তব্য করেন বলে জানিয়েছে ফক্স নিউজ। সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন যে, প্রেসিডেন্ট ওবামার সেল ফোনের ব্যাপারে তিনি কিছুটা খুঁতখুঁতে।

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, তিনি এ চরম মন্তব্যের মাধ্যমে দেশটির বৈদেশিক গোয়েন্দা নজরদারী আইনের প্রতি ইঙ্গিত করেছেন। এই আইনের ফলে এনএসএ যে কারোর ফোনে আড়িপাতার ক্ষমতা সংরক্ষণ করে।

পাউল বলেন, এনএসএ গত কয়েক বছর ধরে যা করছে তা বিদ্যমান আইনের ফলেই সম্ভব হচ্ছে। তার মতে, সংস্থাটির গুপ্তচরবৃত্তির চেষ্টা দেশটির উচ্চ আদালতে খোলামেলাভাবে আলোচিত হওয়া প্রয়োজন।

রিপাবলিকান এ নেতা আরো বলেন, এটা বিশ্বাস করা কঠিন যে ওবামা নিজেও জানতেন না, এনএসএ দেশটির মিত্রদের উপর নজরদারি করছে।

(দিরিপোর্ট২৪/এআইএম/এমডি/নভেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর