thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

টুর্নামেন্ট সেরা বোলার আল-আমিন

২০১৬ মার্চ ০৭ ০১:০৪:০৯
টুর্নামেন্ট সেরা বোলার আল-আমিন

দ্য রিপোর্ট ডেস্ক : দলকে শিরোপা জেতাতে পারেননি বটে। তবে এশিয়া কাপ টি২০ ক্রিকেটে ব্যক্তিগতভাবে সেরার একটি মুকুট মাথায় পরলেন বাংলাদেশের আল-আমিন হোসেন। আসরের সেরা বোলারের পদক ‘কুলেস্ট প্লেয়ার অব দ্য সিরিজ’ জিতেছেন তিনি। সঙ্গে প্রাইজমানি হিসেবে পেয়েছেন সাড়ে ৭ হাজার মার্কিন ডলার সমপরিমাণ অর্থ।

রবিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল স্বাগতিক বাংলাদেশ ও ভারত। ম্যাচে ৮ উইকেটের জয় শিরোপা জিতে নিয়েছে ভারতীয়রা। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে আল-আমিন ২.৫ ওভার বল করে ৩০ রান খরচায় ১ উইকেট নিয়েছেন তিনি। ইনিংসের ১.৩ ওভারে ভারতের ওপেনার রোহিত শর্মাকে সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছিলেন আল-আমিন।

টুর্নামেন্টে এটি ছিল আল-আমিনের ১১তম উইকেট। মূল পর্বে তিনিই সবেচেয়ে বেশি উইকেট শিকারী বোলার। যদিও বাছাই পর্বের হিসেবসহ ধরলে টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট আরব আমিরাতের অধিনায়ক জামশেদ জাভেদ। তিনি মোট ৭ ম্যাচ খেলে নিয়েছেন ১২ উইকেট। আর আল-আমিন ৫ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট।

বল হাতে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই তাই আসরের সেরা বোলারের পদক উঠেছে আল-আমিনের হাতেই।

(দ্য রিপোর্ট/জেডটি/এনআই/মার্চ ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর