thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

সময় ও দোয়া চাইলেন মাশরাফি

২০১৬ মার্চ ০৭ ০২:০০:০০
সময় ও দোয়া চাইলেন মাশরাফি

জুবায়ের আহমেদ, দ্য রিপোর্ট : ওয়ানডে ক্রিকেটে বন্ধুর পথ মাড়িয়ে বাংলাদেশ এখন পরিপক্বতা অর্জনের দ্বারপ্রান্তে। এই ফরম্যাটে টাইগারদের আর ছোট করে ভাবার সাহস দেখায় না কোনো দল। সেই একই পথ বেয়ে টি২০-তেও লাল-সবুজের দল উন্নতি করছে। এশিয়া কাপের ত্রয়োদশ আসরের ফাইনালই তার সবচেয়ে বড় প্রমাণ। আরব আমিরাত, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে ফাইনালে (রবিবার রাতে) ভারতের কাছে হেরেছে মাশরাফিরা। ভারতের কাছে হেরে যে টুর্নামেন্ট শুরু হয়েছিল, ফাইনালে সেই ভারতের কাছে হেরেই প্রথম এশিয়া কাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে। স্বপ্ন পূরণ করতে না পারায় আর সবার মতো ব্যথিত বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। তবে ক্রিকেটের এই ফরম্যাটে উন্নতির জন্য দেশবাসীর কাছে আরেকটু সময় চেয়েছেন তিনি।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘প্রত্যেকেই কাজ ফেলে রেখে খেলা দেখেছে। আমরা ফাইনালে প্রত্যাশিত জয় উপহার দিতে পারিনি। এটা অবশ্যই হতাশার। এজন্য সবাই কষ্টে আছে। তবে আমি দেশের মানুষকে বলব ধৈর্য ধরতে। টি২০ বিশ্বকাপে আমরা চেষ্টা করব আরও ভালো কিছু করতে। আগের মতোই বলব, আমাদের জন্য দোয়া করবেন।’

টুর্নামেন্টজুড়ে ভালো করলেও বাংলাদেশের বোলাররা ফাইনালে সেভাবে লড়াই করতে পারেননি। ১২০ রানের পুঁজি পেয়েও ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। মাশরাফি অবশ্য এরপরও মনে করছেন বাংলাদেশের স্কোরে ২০টি রান কম হয়ে গেছে। তিনি বলেন, ‘ফাইনালে অনেক কিছুই বাংলাদেশের পক্ষে ছিল না। তাই দেশের কোটি ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশিত জয় উপহার দিতে পারিনি। বৃষ্টিভেজা মাঠে টস হেরে ব্যাটিং করে আমরা ১২০ রান করেছি। স্কোরটা ১৩৫ বা ১৪০ রানের হলে ভালো হতো।’

এশিয়া কাপে খেলে টি২০ বিশ্বকাপের জন্য সঠিক কম্বিনেশন পাওয়া গেছে কি না? এ ব্যাপারে মাশরাফি জানান, টিমের ওপর ভিত্তি করেই কম্বিনেশন করতে হয়। প্রতিপক্ষ বুঝে কম্বিনেশন ঠিক করা হয়ে থাকে। তবে বাংলাদেশ সঠিক কম্বিনেশনই দাঁড় করেছে।

(দ্য রিপোর্ট/এজে/জেডটি/এনআই/এম/মার্চ ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর