thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

বিক্ষোভের মুখে থাইল্যান্ডে বিপর্যস্ত ভোটগ্রহণ

২০১৪ ফেব্রুয়ারি ০৩ ১২:৫৩:৫৪
বিক্ষোভের মুখে থাইল্যান্ডে বিপর্যস্ত ভোটগ্রহণ

দ্য রিপোর্ট ডেস্ক : বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই রবিবার থাইল্যান্ডের জাতীয় নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে ইংলাক সিনাওয়াত্রার বিরোধীদের ব্যাপক বিক্ষোভের মুখে দেশটির অনেক ভোটকেন্দ্রে ভোটগ্রহণ বিঘ্নিত হয়েছে। খবর আল জাজিরার।

রবিবার রাত ৮টায় ভোটগ্রহণ শেষ হয়। তবে এখনই ফলাফল ঘোষণা করা হবে না। স্থগিত কেন্দ্রগুলোর ভোট আগামী ২৩ ফেব্রুয়ারি পূণরায় গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। এরপরই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

৩৭৫টি সংসদীয় আসনের ১৮ শতাংশ অর্থাৎ ৬৯টি আসনের নির্বাচন বিক্ষোভের মুখে স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশন জানায় ৭৭টি প্রদেশের ১৮টি প্রদেশেই বিক্ষোভের মুখে নির্বাচন বিঘ্নিত হয়েছে। বিশেষত দেশটির দক্ষিণাঞ্চলে সবচেয়ে বেশি প্রতিরোধের মুখোমুখি হয় নির্বাচন কমিশন।
ইংলাক সিনাওয়াত্রার বিরোধীরা নির্বাচন প্রতিরোধে এই বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। বিরোধীদের দাবি যে কোন নির্বাচন অনুষ্ঠানের আগে ইংলাককে পদত্যাগ করে রাষ্ট্রের দয়িত্ব একটি ‘গণ পরিষদের’ হাতে তুলে দিতে হবে। ওই গণপরিষদ নির্বাচনের আগে কিছু দুর্নীতিবিরোধী সংস্কার বাস্তবায়ন করবে। এরপরই শুধুমাত্র নতুন নির্বাচন অনুষ্ঠান করা যাবে।

দ্য রিপোর্ট/এমএটি/এমসি/শাহ/ফেব্রুয়ারি ৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর